Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

১) উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বানারীপাড়া এর সকল প্রশাসনিক দায়িত্ব পালনে সেবা।

২) আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন সেবা।

৩) কর্মচারীদের বেতনবিল ও ভ্রমণ বিলে স্বাক্ষর প্রদান সেবা।

৪) সকল প্রকার হিসাব সংক্রান্ত দায়িত্ব পালন সেবা।

৫) কর্মচারীদের অফিসে উপস্থিত নিশ্চিতকরণ ও তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন হইতেছে কিনা তাহা তদারকীকরণে সেবা।

৬) বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈয়ারী এবং যথাসময়ে প্রেরণ করে সেবা।

৭) সংগৃহিত তথ্য উপাত্ত যাচাইকরণ সেবা।

৮) তথ্য প্রদানে নিশ্চতকরণ সেবা।

৯) কৃষি পরিসংখ্যান বিষয়ক তথ্যাদি যথাঃ

ক) কৃষি দাগ গুচ্ছ পর্যবেক্ষণ (৪র্থ পর্বে) সেবা প্রদান।

খ) প্রধান প্রধান ফসল কর্তন ও নির্নয়ে সেবা প্রদান।

গ) দাগগুচ্ছভুক্ত মৌজার সকল প্রকার ফসলের হিসাব সংগ্রহ ও সেবা।

ঘ) কৃষক স্বাক্ষাতকারের মাধ্যমে প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংগ্রহও সেবা।

ঙ) কৃষি পরিবার হইতে কৃষি মজুরী ও পুজি বিনিয়োগরে জন্য তথ্য সংগ্রহ ও সেবা।

চ) বার্ষিক ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সেবা।

ছ) মৎস্য, বন, গবাদিপশু ও হাঁস-মুরগী পালন সংক্রান্ত তথ্য ও সেবা।

১০। হাট বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সেবা।

১১। ইউনিয়ন ও পৌরসভায় আয়-ব্যয়ের বাজেট তথ্য সংগ্রহ ও সেবা।

১২। বিভিন্ন প্রকার শুমারি যথাঃ

ক) ১০ বৎসর অন্তর অন্তর আদমশুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, তাঁত শুমারি, শিল্প শুমারি, অন্যান্য শুমারির মাধ্যমে তথ্য সংগ্রহ ও সেবা।

১৩। বিভিন্ন  প্রকার জরীপ যথাঃ

ক) ফসল জরীপ, মৎস্য, বন, পশুপালন, পুকুর, থানর ব্যয় নিদ্ধারণ জরিপ, স্বাস্থ্য ও জনতত্ত্ব জরিপ, মাল্টিপল ইনড্রিট্রোটর, ক্লাষ্টার সার্ভে, লিটর‌্যাসি এ্যাএসসমেন্ট সার্ভে, Violenc Against Women Surevy, শ্রম শক্তি জরিপ, কুটির শিল্প জরিপ, The Informal sector survey, অন্যান্য জরীপের মাধ্যমেও তথ্য সংগ্রহ ও সেবা।

১৪। সেম্পল ভাইটাল রেজিষ্টেশন সিষ্টেম পদ্ধতিতে নমুনা মৌজার জন্ম-মৃত্যু, তালাক, বিবাহ আগমন, বর্হিগমন জন্ম-নিবন্ধন, প্রতিবন্ধী ও অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ ও সেবা।

১৫। সময়ে সময়ে বিভাগীয় ও স্থানীয় প্রশাসন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে সেবা।